Saturday 20 January 2018

সূরা আল ফাতিহা বাংলা অর্থ সহ।

সূরা আল ফাতিহা বাংলা অর্থ সহ।



بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।



সূরা নং-১। সুরা আল ফাতিহা
সূরা ফাতিহা নাজিল হয়েছিল মক্কায়। এজন্য এ সূরাটি মাক্কী সূরা নামে পরিচিত। পবিত্র কুরআনের সারাংশ বা সারমর্ম হচ্ছে এই সূরা। এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন বা পবিত্র কুরআনের জননী।

আয়াত নং
বাংলা অর্থ

আয়াত (আরবি)

১।

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

২।

যিনি পরম করুণাময় অতি দয়ালূ।
الرَّحْمَٰنِ الرَّحِيمِ

৩।

যিনি (বিচার) প্রতিফল দিবসের মালিক।
مَالِكِ يَوْمِ الدِّينِ

৪।

আমরা একমাত্র তোমারই  ইবাদাত করি এবং শুধু  তোমারই সাহায্য প্রার্থনা করি।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

৫।

তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

৬।

তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ (রহমত) করেছ।
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

৭।

তাদের পথে নয় যারা অভিশপ্ত (ইয়াহুদি) ও পথভ্রষ্ট (খ্রিষ্টান) হয়েছে।
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

 আমিন


সূরা আল ফাতিহার শাব্দিক অর্থ।
আরবী শব্দ বাংলা অর্থ
الْحَمْدُ সমস্ত প্রশংসা
لِلَّهِ আল্লাহর জন্য
رَبِّ প্রতিপালক, প্রভু
الْعَالَمِينَ বিশ্ব জগৎ, সমস্ত পৃথিবী, সারা জাহান
الرَّحْمَٰنِ পরম করুণাময়,
الرَّحِيمِ অতি দয়ালু, বিশেষ দয়ালু
مَالِكِ মালিক , অধিপতি, স্বামী
يَوْمِ দিন, দিবস,
الدِّينِ বিচার, কর্মফল
إِيَّاكَ শুধুই তোমার , একমাত্র তোমার
نَعْبُدُ আমরা ইবাদাত করি, উপাসনা করি
وَإِيَّاكَ এবং একমাত্র তোমারই,
نَسْتَعِينُ আমরা সাহায্য চাই।
اهْدِنَا আমাদেরকে দিন, আমাদের প্রদর্শণ করুণ
الصِّرَاطَ পথ, দিশা,
الْمُسْتَقِيمَ সরল, সহজ,
صِرَاطَ পথ, দিশা,
الَّذِينَ যারা, যাদের,
أَنْعَمْتَ তুমি নিয়ামত দিয়েছে, তুমি অনুগ্রহ করেছো
عَلَيْهِمْ যাদের উপর
غَيْرِ ব্যতিত, নয়
لْمَغْضُوبِ অভিশপ্ত, লানতপ্রাপ্ত
وَلَا আর নয়
الضَّالِّينَ পথভ্রষ্ট, বেপথগামী

সূরা আল ফাতিহা অর্থ কারণ বিবরণ – (পবিত্র আল কুরআন – ০৪)


সূরা আল ফাতিহা – (পবিত্র আল কুরআন – ০৪)


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বন্ধুরা এবং সালাম জানাই আমার গুরুদের ।কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমি দোয়া করি সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পিতা-মাতা এবং আপনার আশে-পাশের সকলকে ।

আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ।যদি আমার লেখায় কোন ভূলত্রুটি হয়ে থাকে ।তাহলে আমাকে মন্তব্য করে জানাবেন অনুরোধ রইলো ।কারণ আমি ভূল করে তারপর শিখতে চাই ।

গত পর্বে আমি শেয়ার করেছিলাম আল কুরআনের সূরা সমূহের তালিকা – (পবিত্র আল কুরআন – ০৩)

এখন আসুন তাহলে মূল বিষয়ে কথা বলি ।আমি এখন আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা হলো সূরা আল ফাতিহা।

সূরা আল ফাতিহা –
সূরা আল ফাতিহা (আরবি ভাষায়: سورة الفاتحة) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৭ এবং রূকু সংখ্যা ১।

ফাতিহা শব্দটি আরবি “ফাতহুন” শব্দজাত যার অর্থ “উন্মুক্তকরণ”।

এটি আল্লহ’র তরফ থেকে বিশেষ উপহার। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে শুরু। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ।

নামকরণ –
এ সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে । যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ‘ফাতিহা’ বলা হয় । অন্য কথায় বলা যায় , এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে ।অন্য নাম উম্মুল কিতাব, চাবি, উম্মুল কুরআন, সূরা আল হামদ্‌।

নাযিল হওয়ার সময়-কাল –
এটি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের একেবারেই প্রথম যুগের সূরা । বরং হাদীসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটিই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাযিল হয়েছিল । সেগুলো সূরা ‘আলাক’, সূরা ‘মুয্‌যাম্‌মিল’ ও সূরা ‘মুদ্‌দাস্‌সির’ ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে ।

আয়াতসমূহ –
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
الرَّحْمـنِ الرَّحِيمِ
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
مَـالِكِ يَوْمِ الدِّينِ
যিনি বিচার দিনের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
আমাদেরকে সরল পথ দেখাও,
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
আজ এই পর্যন্ত ই। আগামীকাল আসবো সূরা আল বাক্বারাহ নিয়ে…